ক্যাপচা এন্ট্রি করে ইনকাম

ক্যাপচা এন্ট্রি করে ইনকাম

ক্যাপচা এন্ট্রি কি?

দেখে দেখে সেম ভাবে খালিঘর পূরণ 

করাকে ক্যাপচা এন্টি বলে। 

ক্যাপচা ৪ প্রকার। 

১/অডিও ক্যাপচা

২/টেক্সট ক্যাপচা

৩/অংক ক্যাপচা

৪/ছবি ক্যাপচা


Teble Content

  • অডিও ক্যাপচা কি?
  •  টেক্সট ক্যাপচা কি?
  •  অংক ক্যাপচা কি?
  •  ছবি ক্যাপচা কি?


  • অডিও ক্যাপচা কি?


কথা বা voice শুনে শুনে খালি ঘরে 

টাইপিং করাকে অডিও ক্যাপচা বলে।


এটি সাধারনত কোনো ওয়েবসাইটের 

প্রটেকশনের কাজে ব্যবহার করা

 হয়ে থাকে।


এটিকে ইংলিশে human verification

 বলা হয়।


 টেক্সট ক্যাপচা কি?


ইমেজে দেখে দেখে অক্ষর টাইপ করাকে

 বলা হয় টেক্সট ক্যাপচা।


 অংক ক্যাপচা কি?


যোগ, বিয়োগ, গুন এবং ভাগ বিভিন্ন প্রকার 

অংক সলভ বা পুরন করাকে অংক ক্যাপচা বা


 ইংরেজিতে Math solve Captcha বলে।


 ছবি ক্যাপচা কি?


ছবিতে image দেখে ইমেজ এ টিক চিহ্ন 

দেওয়াকে ছবি ক্যাপচা বলে।


এবার দেখা যাক কিভাবে ক্যাপচা কি 

করেন ইনকাম করবেন।


ক্যাপচা সলভ করে ইনকামের ৩টি বিশ্বস্ত 

সাইট হলো:


১/2captha


২/Captcha typers


3/Mega typers


2captcha কি?


2captcha হলো ক্যাপচা টাইপিং করার 

একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট। 


এই সাইটে, ইমেজ ক্যাপচা,টেক্সট ক্যাপচা

 কাজ দেওয়া হয়ে থাকে। 

ইমেজ ক্যাপচা: 

এই সাইটে প্রতি হাজার ইমেজ ক্যাপচাতে 

প্রায় ০.৩০থেকে ১ ডলার পরজন্ত দেওয়া 

হয়।

টেক্সট ক্যাপচা:

এই সাইটে প্রতি হাজার টেক্সট ক্যাপচাতে

 প্রায় ০.২৫থেকে ১ ডলার পরজন্ত দেওয়া

 হয়।


এই সাইটে মোবাইল দিয়ে ও কিছু টাকা 

ইনকাম করা যায়।


যদি আপনার পিসি বা কম্পিউটার থেকে

 থাকে তাহলে প্রতিদিন ৫ থেকে ২০ডলার বা

 তার থেকে বেশি ইনকাম করতে পারবেন।


রেফার বোনাস: 


সাইটিতে আপনার রেফার করা প্রতি জনের 

থেকে আপনি পাবেন এক্সট্রা বোনাস।


প্রতি জনের ইনকাম থেকে ৫% এক্সট্রা 

বোনাস।


sign up link click here


পেমেন্ট প্রুফ 


  • Usdt


  • Airtom


  • Skril


  • Bitcoin


  • Litecoin


  • Bank transfer 


এই ওয়েবসাইট এ ০.২৫ সেন্ট হলেই usdt 

address এ নিতে পারবেন। 


Captcha Typers কি?


Captcha Typers হলো ক্যাপচা টাইপিং

 করার একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট। 


এই সাইটে, ইমেজ ক্যাপচা,টেক্সট ক্যাপচা

 কাজ দেওয়া হয়ে থাকে। 

এই সাইটিতে একসাথে মোবাইল দিয়ে 

৪/৫টি করে Captcha টাইপ করা যায়।


ইমেজ ক্যাপচা: 

এই সাইটে প্রতি হাজার ইমেজ ক্যপচাতে

 প্রায় ০.৩৫থেকে ১ ডলার পরজন্ত দেওয়া 

হয়।

 এটি অ্যাপ এ প্রযোজ্য।


টেক্সট ক্যাপচা:

এই সাইটে প্রতি হাজার টেক্সট ক্যাপচাতে 

প্রায় ০.৩০থেকে ১ ডলার পরজন্ত দেওয়া 

হয়।


এই সাইটে মোবাইল দিয়ে ও কিছু টাকা 

ইনকাম করা যায়।

প্রতিদিন ১/২ডলার এর বেশি ইনকাম করতে

 পারবেন।


যদি আপনার পিসি বা কম্পিউটার থেকে 

থাকে তাহলে প্রতিদিন ৪ থেকে ৩০ ডলার বা

 তার থেকে বেশি ইনকাম করতে পারবেন।


রেফার বোনাস: 


captcha typers সাইটিতে আপনার 

রেফার করা প্রতি জনের থেকে আপনি 

পাবেন এক্সট্রা বোনাস।


প্রতি জনের ইনকাম থেকে ২৫% এক্সট্রা 

বোনাস।


পেমেন্ট প্রুফ

 

  • Litcoin


  • Bitcoin


  • Local bank


মিনিমাম ১ডলার হলে withdraw দিতে 

পারবেন।


sign up link click here


Megatypers কি?


Captcha typers এর মতই এই সাইট।

এই সাইটি ও বিশ্বস্ত।

এই সাইটে দুই ধরনের ক্যাপচা দেওয়া হয়,


যেমন, 


ইমেজ ক্যাপচা: 

এই সাইটে প্রতি হাজার ইমেজ ক্যপচাতে 

প্রায় ০.৩৫থেকে ১ ডলার পরজন্ত দেওয়া 

হয়।

 এটি অ্যাপ এ প্রযোজ্য।


টেক্সট ক্যাপচা:

এই সাইটে প্রতি হাজার টেক্সট ক্যাপচাতে 

প্রায় ০.৩০থেকে ১ ডলার পরজন্ত দেওয়া 

হয়।


পেমেন্ট প্রুফ 


  • Cryptocurrency 


  • Local Bank


মিনিমাম ১ডলার হলে withdraw দিতে 

পারবেন।

sign up link click here


Microjob ও data entry সম্পর্কে জানতে 

এখানে ক্লিক করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

গুগল নিউজ

গুগল নিউজ