মাল্টিমিডিয়া কি? কত প্রকার ও কি কি?

 মাল্টিমিডিয়া কি? কত প্রকার ও কি কি?

Table contant

মাল্টিমিডিয়া কি?

মাল্টিমিডিয়া কত প্রকার ও কি কি?

লিনিয়ার কি?

নন-লিনিয়ার কি? কত প্রকার ও কি কি?

মাল্টিমিডিয়া কি? 

মাল্টি শব্দের অর্থ বহু এবং মিডিয়া শব্দের অর্থ মাধ্যম অর্থাৎ মাল্টিমিডিয়া শব্দের অর্থ হলো বহু মাধ্যম কম্পিউটার প্রযুক্তিতে যে প্রক্রিয়ায় প্রয়োজনীয় লেখালেখি গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি সহ আরো বহু মাধ্যমে কাজ করা যায় তাকে মাল্টিমিডিয়া বলে। 

মাল্টিমিডিয়া কত প্রকার ও কি কি? 

মাল্টিমিডিয়া প্রকারভেদ ২ প্রকার। 

  • লিনিয়ার 
  • নন-লিনিয়ার 

 

১.লিনিয়ার:

যেসব মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল তাদেরকে মিডিয়া বলে লিনিয়ার মাল্টিমিডিয়া সময়কে পরে এবং ধারাবাহিক বা পর্যায়ক্রম ভাবে চলতে থাকে মাল্টিমিডিয়ায় ব্যবহারকারী টেক্সট গ্রাফিক্স ইত্যাদিকে নিয়ন্ত্রণ সুযোগ পান না যেমন অডিও ভিডিও ইত্যাদি।

২.নন-লিনিয়ার 

যেসব মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল নন তাদেরকে লিনিয়ার মাল্টিমিডিয়া বলে। নন লিনিয়ার মাল্টিমিডিয়াকে  ডিস্ক্রিট মাল্টিমিডিয়া বলা হয়। নন-লিনিয়ার মাল্টিমিডিয়া না হয়ে তৎক্ষণাৎ পাবে পরিবর্তনশীল হয়ে থাকে। যেমন লেখা বা টেক্সি মেসেজ ইত্যাদি। 


নন লিনিয়ার মাল্টিমিডিয়া দুই প্রকার। 

১.হাইপার মিডিয়া 

হাইপার মিডিয়া ব্যবহার মূলত ইন্টারনেট ওয়েবসাইট গুলোতে হয়ে থাকে। ইন্টারনেট ওয়েবসাইট গুলোতে বিপুল পরিমাণ তথ্য উপস্থাপনের ব্যবস্থা করা হয়। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী কোন বিষয়কে নির্বাচন করতে পারে। 

২.ইন্টারঅ্যাক্টিভ

ইন্টার এক্টিভ মাল্টিমিডিয়ার ব্যবহার ও বর্তমান সবচেয়ে বেশি এ ধরনের মাল্টিমিডিয়া একজন ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে। কোন ছবি বিদায় ইমেজ বা শব্দ নিজের ইচ্ছামত নিয়ন্ত্রণ করা যায় সহজেই। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

গুগল নিউজ

গুগল নিউজ