কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি?
কপিরাইট আইনের প্রয়োজনীয়তা।
পাইরেসির ফলে ক্ষতির শিকার হন বুদ্ধি ভিত্তিক সম্প্রতি ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রকৃত মালিক।
পাইরেসি কি?
কপিরাইট আইনের আওতায় কোন কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুন্ন হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায় এ ধরনের ঘটনাকে সাধারণভাবে পি বা সফটওয়্যার পাইরেসি নামে অবহিত করা হয়।
উদাহরণস্বরূপ :
একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করেছে সেটি পূর্ণমুদ্রন করা যথেষ্ট ঝঞ্জাটপূর্ণ এবং ব্যয়বহুল। কিন্তু কম্পিউটারের বেলায় যে কোন কিছুর কপি বা অভিকল প্রতিলিপি তৈরি করা খুব সহজ কাজ এজন্য বিশেষজ্ঞ হওয়ার ও প্রয়োজন পড়ে না এ কারণে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারে সৃজনশীল কর্ম যেমন ছবি এনিমেশনে তাদের সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে হয়।
কপি রাইট আইনের লক্ষ্য কি?
লেখক শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য।
কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি?
পাইরেটেড বইয়ের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে পাইরেটেড সফটওয়্যার এর বাজারও। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ফলে ইন্টারনেটের মাধ্যমে বাড়ছে গান চলচ্চিত্র ও বই বিনামূল্যে ডাউনলোডের পরিমাণ। এর ফলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এসব বুদ্ধি ভিত্তিক সম্পত্তির প্রকৃত মালিক।
স্পষ্টতো এটা একটি শ্রেণীকে ক্ষমা করতো সুবিধা দিয়ে উপর পক্ষকে মেধা সত্তের মালিক ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যা নিঃসন্দেহে যে কোন দেশের অর্থনৈতিক কাঠামোর একটি বড় দুর্বলতা। এই বই সামনে দূর করার জন্য লক্ষ্যে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট বা মেধাশক্তির স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজন। এরকম কপিরাইট আইনের আওতায় কোন কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুন্ন হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায় এ ধরনের ঘটনাকে সাধারণভাবে পি বা সফটওয়্যার পাইরেসি নামে অবহিত করা হয়।