ই-বুক কি?কত প্রকার ও কি কি?
ই-বুক কি?
ই বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হল মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রুপ। যেহে তু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এতে শব্দ অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায় বা এগুলো থাকে। অবশ্যই এখন ইবুক কেবল ই-বই আকারে প্রকাশিত হয়।
ইবুক কত প্রকার ও কি কি?
বর্তমানে বিভিন্ন ধরনের প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনেরই ই-বুক রয়েছে। তবে সাধারণভাবে ই-বুক কে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
যেমন :-
- মুদ্রিতা বইয়ের হুবুহু প্রতিলিপি
- বইয়ের ওয়েবসাইট
- বাড়তি সুবিধা সহ ই বুক
- চৌকস ইবুক
- ইবুকের অ্যাপস
মুদ্রিতা বইয়ের হুবুহু প্রতিলিপি
এই ধরনের এই বুক গুলোর মূলত মূলচিত বই যেমন ঠিক তেমন ঠিক হয়ে থাকে। এই বুক গুলো সাধারণত পিডিএফ ফরমেটে প্রকাশিত হয়ে থাকে। যা মোবাইল বা কম্পিউটার এ ডাউনলোড করে নেওয়া যায়।
বইয়ের ওয়েবসাইট
এই বুক গুলো কেবল মাত্রই অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়। এই ই বুক গুলো সচরাচর এইচটিএমএল (html)এ প্রকাশিত হয়।
বাড়তি সুবিধা সহ ই- বুক
এই ই বুকে বইয়ের কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা শব্দের অর্থ জানা ও ইত্যাদি সুবিধা থাকে। এগুলো বেশিরভাগই ই-পাব ফরমেট আকারে প্রকাশিত হয়ে থাকে।
চৌকস ইবুক
এগুলো হচ্ছে স্মার্ট ই বুক। এতে বইয়ে লিখিত অংশ ছাড়া অডিও ভিডিও এনিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই বুক গুলোর কনটেন্ট মাল্টিমিডিয়াতে সমৃদ্ধ।
ইবুকের অ্যাপস
এই ই বুক টি নিজে একটি অ্যাপস আকারে প্রকাশিত হয় এই অ্যাপসগুলো কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়।
ই-বুক ব্যবহারের সুবিধা
- ই-বুক ডাউনলোডের মাধ্যমে তৎক্ষণিকভাবে বা তারাতারি তথ্য পাওয়া সম্ভব।
- ইবুক সহজে স্থানান্তরযোগ্য। এটি সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেওয়া যায়।
- ই-বুক তথ্য অনুসন্ধান সহজ তোর বা সহযোগ্য। সহযেই ইবুক এ তথ্য অনুসন্ধান করা যায়।
- ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই বললেই চলে।