এন্টিভাইরাস কি? কয়েকটি এন্টিভাইরাসের নাম জেনে নিন?


 এন্টিভাইরাস কি? কয়েকটি এন্টিভাইরাসের নাম জেনে নিন? 


এন্টিভাইরাস কি? 


এন্টিভাইরাস হলো কম্পিউটার ভাইরাস প্রতিষেধক। যে সকল সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম এর সংক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয় কিংবা সংক্রামিত কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা হয় তাকে এন্টিভাইরাস প্রোগ্রাম বা সফটওয়্যার বলে। 


জনপ্রিয় কয়েকটি শক্তিশালী এন্টিভাইরাস প্রোগ্রাম হল -


  • McAfee Antivirus
  • Microsoft antivirus 
  • Norton anti-virus 
  • TNT 
  • Dr. solomon's toolkit  
  • IBM antivirus 
  • PC cilin
  • AVG 
  • Avast
  • Kaspersky

এছাড়াও আরো অনেক এন্টিভাইরাস পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে সব সময় আপডেট ভার্সন ব্যবহার করতে হবে অথবা সব সময় এন্টিভাইরাসকে আপডেট করতে হবে। 


এন্টি ভাইরাসের সুবিধা ও অসুবিধা কি কি? 


এন্টিভাইরাস প্রোগ্রাম এর সুবিধা :

১.ভাইরাস যুক্ত কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা। 

২.প্রোগ্রামের সাথে পদের ভাইরাস গার্ড। 

৩. ভাইরাস  আক্রমণের পূর্বে সতর্ক করে। 


এন্টিভাইরাস সফটওয়্যার এর অসুবিধা :-

১.এ ধরনের প্রোগ্রামের র‍্যাম এর একটি জায়গা নিয়ে বসে থাকে ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। 

২.কোন কোন সময় স্বাভাবিক ফাইলকেও সন্দেহ করে এবং উক্ত ফালকে লোড করতে বা পরিবর্তন এ বাধা দেয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

গুগল নিউজ

গুগল নিউজ