কম্পিউটার সিস্টেমের দুইটি সমস্যার সমাধান।

 


কম্পিউটার সিস্টেমের দুইটি সমস্যার সমাধান।

  • কম্পিউটার সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে  কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এ ব্যাপারে করণীয়।

সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না এ সমস্যা থেকে সমাধান পেতে যা যা করতে হবে
যেমন-

  1. সিস্টেম কি বন্ধ করা এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবল খুলে ফেলা।
  2. স্লট থেকে সকল RAM সরিয়ে ফেলা।
  3. একটি ইরেজার দিয়ে RAM এর কানেক্টর কে খসে পরিস্কার করা।
  4. শক্ত ব্রাশ দিয়ে সবগুলোর রেম RAM কে পরিষ্কার করা।
  5. RAM ইনস্টল  না করলে কম্পিউটারটি চালু করা এবং কোন beep সাউন্ড হয় কিনা খেয়াল করা।
  6. যদি beep সাউন্ড শুনতে পায় তবে কম্পিউটার বন্ধ করে RAM স্টল করে কম্পিউটারটি চালু করা।

  • কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় এ ব্যাপারে করণীয় কি ?

কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় এ ব্যাপারে করণীয় নিচে তুলে ধরা হলো -

  1. কম্পিউটার পাওয়ার অফ করি এবং কেসিংয়ের পাশে খুলে হার্ডডিক্স সিডিরম কিংবা ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবল সমূহ সাবধানে খুলে ফেলি এবং এগুলো পর্যায়ক্রমে স্ব স্ব স্থানে যথাযথভাবে সংযোজন দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখি যদি সমস্যা থেকে যায় তাহলে দ্বিতীয় তাপে যাই।
  2. মাদারবোর্ড থেকে রেম প্রসেসর পাওয়ার সাপ্লাই প্রত্যেককে আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে কোন ত্রুটি কিংবা কেবল কানেকশনে সংযোগস্থলে লুজ আছে কিনা এরপরও যদি একই সমস্যা থাকে তাহলে তৃতীয় ধাপে যেতে হবে।
  3. মাদারবোর্ডটিকে অন্য একটি ভালো কম্পিউটারের সাথে লাগিয়ে চালিয়ে পরীক্ষা করে দেখি মাদারবোর্ড ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মাদারবোর্ড বদলিয়ে  ফেলতে হবে আরবি সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করালে আরো ভালো হবে।
  4. যদি কোন beep সাউন্ড না হয় তবে বুঝতে হবে র‍্যামটি সমস্যাযুক্ত।
  5. এবারও ডিসপ্লে না আসলে নতুন RAM লাগাতে হব।
  6. রেমকে প্রতিষ্ঠাপন করে আবার চেক করি। ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ রেম এর সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোন সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

গুগল নিউজ

গুগল নিউজ