অনলাইনে ইনকাম করার ২টি মাইক্রোজব সাইট।

 

অনলাইনে ইনকাম করার ২টি মাইক্রোজব সাইট।

মাইক্রোজব কি?

মাইক্রোজব হলো ছোট ছোট  task পুরন করে তার বা যে কাজগুলো করা হয় তার proof গুলোকে website তে submit করা। 

মাইক্রোজব এর মধ্যে ২টি ভালো বিশ্বাসযোগ্য সাইট  হলো :-

১/ পিকোওয়ার্কার (picoworkar)

2/ মাইক্রোওয়ারকারস (microworkars)

পিকোওয়ার্কার [picoworkar]

এটি একটি বিশ্বস্ত সাইট। 
এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কাজ দেওয়া হয়।
 কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট দিতে হয় না।

এখানে বিভিন্ন প্রকার জব দেওয়া হয়।
যেমন : 

১/ইউটিউব সাবস্কাইব,লাইক,কমেন্ট,ভিডিও ভিউ:-
একটি পেজ লেখা থাকবে কিভাবে কাজ করতে হবে।
Employer যেভাবে কাজ করতে বলবে সেভাবে কাজ করতে হবে।
যেমন: প্রথম এ ২মিনিট ভিডিও টি দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।

২/ফেসবুক ফলো,লাইক,কমেন্ট,ভিডিও ভিউ।

৩/টুইটার, ইনস্টাগ্রাম,reddit, পোস্ট লাইক, কমেন্ট, ফলো ভিউ।

৪/জিমেইল তৈরি

৫/পেজ ভিউ।

৬/pdf download. 

আরও বিভিন্নরকম কাজ দেয়া হয়ে থাকে।

পেমেন্ট প্রুফ :

এই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রকার এ পেমেন্ট দিয়ে থাকে, 
যেমন:
  • Airtom
  • Litecoin
  • PayPal 
  • Skrill

এগুলো তে পেমেন্ট করে থাকে।
পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে ৪৮ ঘন্টার মধ্যেই পেমেন্ট করে থাকে।

একাউন্ট করতে এখানে ক্লিক করেন

মাইক্রোওয়ার্কারস (microworkars)

এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট এতে সম্পন্ন পিকো ওয়ার্কার ওয়েবসাইট  থেকে আলাদা। 

এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কাজ দেওয়া হয় না।

 এখানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, যেটাতে পাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানে একাউন্ট করার ৫/১০দিন পর বেশি কাজ আসে।
এটা তে গুরুত্বপূর্ণ কাজ হলো data entry typing job.

এখানে বিভিন্ন প্রকার জব দেওয়া হয়।
যেমন : 

১/ইউটিউব সাবস্কাইব,লাইক,কমেন্ট,ভিডিও ভিউ:-
একটি পেজ লেখা থাকবে কিভাবে কাজ করতে হবে। Employer যেভাবে কাজ করতে বলবে সেভাবে কাজ করতে হবে।
যেমন: প্রথম এ ২মিনিট ভিডিও টি দেখুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।

২/ফেসবুক ফলো,লাইক,কমেন্ট,ভিডিও ভিউ।

৩/টুইটার, ইনস্টাগ্রাম,reddit, পোস্ট লাইক, কমেন্ট, ফলো ভিউ।

৪/জিমেইল তৈরি: প্রতি জিমেইল এ ৮সেন্ট বা ৮টাকা করে দেয়া হয়।

৫/পেজ ভিউ।
এই ওয়েবসাইট থেকে প্রতিমাসে ১০০/২০০ডলার ইনকাম করা যায়।

পেমেন্ট প্রুফ :


এই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রকার এ পেমেন্ট দিয়ে থাকে, 
যেমন:
  • local Bank 
  • Airtom
  • PayPal 
  • Skrill

এই online banking তে পেমেন্ট করে থাকে।
পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যেই পেমেন্ট করে থাকে।

একাউন্ট করতে এখানে ক্লিক করেন
Next Post
No Comment
Add Comment
comment url

গুগল নিউজ

গুগল নিউজ